ভোলা: ভোলার দৌলতখান ও তজুমদ্দিন মেঘনায় মধ্যবর্তী চর মাছ ধরার ট্রলারে ডাকাতের হামলায় ১২ জেলে আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই জন গুলিবিদ্ধ হয়েছেন।
গুলিবিদ্ধ জেলেরা হলেন, সোহেল (৩০) ও হোসেন (৩৫)। এদের মধ্যে সোহেল নোয়াখালীর আলেকজেন্ডার ও হোসেন ভোলার বোরহানউদ্দিন উপজেলার বাসিন্দা। বাকি আহতদের পরিচয় পাওয়া যায়নি। গুলিবিদ্ধ দুইজনকে ভোলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত জেলো সূত্রে জানা গেছে, রোববার (১৭ জুলাই) মধ্যরাতে মেঘনায় মাছ ধরার সময় একদল ডাকাত জেলেদের ট্রলারে হামলা চালায়। এতে ১২ জেলে আহত হয়। এদের মধ্যে দুইজন গুলিবিদ্ধ হয়েছে। এ ঘটনায় একটি ট্রলার ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ আহত জেলেদের।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন বলেন, কীভাবে জেলেরা গুলিবিদ্ধ হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি, গুলিবিদ্ধ দু'জনের নামেই থানায় মামলায় রয়েছে। তারা জেলে কি না তাও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ পুরো বিষয়টির তদন্ত করছে।
বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৩
এএটি