ঢাকা: ‘ভুল চিকিৎসায়’ মা ও নবজাতকের মৃত্যুর ঘটনার মামলায় গ্রেপ্তার সেন্ট্রাল হাসপাতালের চিকিৎসক ডা. মুনা সাহা ও ডা. শাহজাদী মুস্তার্শিদা সুলতানার জামিন হওয়ায় মঙ্গলবার (১৮ জুলাই) বিকেল থেকে প্রাইভেট চেম্বার ও অপারেশন শুরু হচ্ছে।
এর আগে তাদের গ্রেপ্তারের প্রতিবাদে ১৭ ও ১৮ জুলাই প্রাইভেট চেম্বার-অপারেশন বন্ধের ঘোষণা দেয় অবস্ট্রেট্রিক্যাল অ্যান্ড গাইনেকোলজি সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি)।
মঙ্গলবার দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান উদ্দিন সোহাগের আদালতে শাহজাদী ও মুনার আইনজীবী তাদের জামিনের আবেদন করেন। শুনানি শেষে জামিন মঞ্জুর করেন বিচারক। বিকেলে ঢাকা মেডিকেল কলেজ কনফারেন্স রুমে ফেডারেশন অব অল সোসাইটি বাংলাদেশের যৌথসভা শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও বাংলাদেশ সোসাইটি অব সার্জন বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম প্রাইভেট চেম্বার ও অপারেশন শুরুর তথ্য জানান।
গত শনিবার দুপুর ১টায় সব সোসাইটির নেতারা এবং বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বিএমএ কার্যালয়ে এক সভায় সেন্ট্রাল হাসপাতালের ঘটনায় দুইজন চিকিৎসককে গ্রেপ্তারের প্রতিবাদে কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়। কর্মসূচি অনুযায়ী রোববার (১৬ জুলাই) প্রতিটি মেডিকেল কলেজ, জেলা, উপজেলা এবং প্রাইভেট হাসপাতালে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত মানববন্ধন ও ১৭ ও ১৮ জুলাই সব প্রাইভেট চেম্বার এবং প্রাইভেট অপারেশন বন্ধ রাখার কথা বলা হয়। একই সঙ্গে ওজিএসবি ও অন্যান্য সোসাইটির সব সদস্যেদের এ কর্মসূচিতে অংশ নিতে অনুরোধ করা হয়। মঙ্গলবার বিএমএ নেতাদের সঙ্গে বসে পরবর্তী আন্দোলনের সিদ্ধান্ত গ্রহণের কথাও ছিল। তার আগেই জামিন পেলেন সেন্ট্রাল হসপিটালের দুই চিকিৎসক।
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, জুলাই ২০২৩
আরকেআর/এমজে