ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

তৃতীয় লিঙ্গের মানুষদের অবজ্ঞা নয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, জুলাই ২০, ২০২৩
তৃতীয় লিঙ্গের মানুষদের অবজ্ঞা নয়

খুলনা: তৃতীয় লিঙ্গের মানুষদের অবজ্ঞা নয় বরং তাদের আদর, স্নেহ ও ভালোবাসা দিয়ে সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনতে হবে। এজন্য আমাদের মানসিকতার পরিবর্তন আনতে হবে।

বিশেষ করে তৃতীয় লিঙ্গের (হিজড়া) মানুষদের দূরে সরিয়ে দেওয়া হলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন বাধাগ্রস্ত হতে পারে।

বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে উন্নয়ন সংস্থা বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত সমতা প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

খুলনা নগরীর হোটেল গ্র্যান্ড প্লাসিডে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) আতিকুল ইসলাম।

প্রকল্পের সিনিয়র প্রজেক্ট ম্যানেজার মো. মশিউর রহমানের সভাপতিত্বে ও ডেপুটি ম্যানেজার তামিমা নাসরিনের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক খান মোতাহার হোসেন।

অনুষ্ঠানে অন্যদের বক্তব্য দেন- সুশাসনের জন্য নাগরিক-সুজন’র মহানগর কমিটির সম্পাদক অধ্যাপক রমা রহমান, জাতীয় মানবাধিকার কমিশনের জেসমিন নাহার, ব্লাস্টের সমন্বয়কারী অ্যাডভোকেট অশোক কুমার সাহা, খুলনা জেলা ক্রীড়া সংস্থার সহ-সম্পাদক জিএম রেজাউল ইসলাম, ইসলামী ফাউন্ডেশনের সহকারী পরিচালক আল-ফারুক, বাংলানিউজের ব্যুরো এডিটর মাহবুবুর রহমান মুন্না, এনজিও ফোরামের লুৎফুর রহিম, বন্ধু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্যানেল ল’ইয়ার অ্যাডভোকেট পপি ব্যানার্জি, যুব উন্নয়ন অধিদপ্তরের সদর কার্যালয়ের কর্মকর্তা শেখ মাহবুবুর রহমান, নক্ষত্র যুব কল্যাণ সোসাইটির সভাপতি পাখি দত্ত প্রমুখ।

বক্তারা বলেন, তৃতীয় লিঙ্গের মানুষদের পিছিয়ে না রেখে বরং তাদের বিভিন্ন প্রশিক্ষণ ও মূলস্রোতের শিক্ষা দেওয়া গেলে অবশ্যই তারা সমাজ পরিবর্তনে বলিষ্ঠ ভূমিকা রাখতে পারেন। বিশেষ করে এসব লোকদের পারিবারিক ও সামাজিকভাবেই অবজ্ঞার হাত থেকে রক্ষা করতে হবে। যে কারণে বন্ধু ওয়েলফেয়ার ফাউন্ডেশন পাঁচ বছর মেয়াদের সমতা প্রকল্প নিয়ে দেশের আটটি বিভাগে কাজ শুরু করেছে। কেন্দ্রীয়ভাবে যেটি উদ্বোধন হয় জুন মাসে ঢাকায়। এরপর পর্যায়ক্রমে অন্যান্য বিভাগেও প্রকল্পের কার্যক্রম শুরু হচ্ছে।

সভা শেষে কেক কেটে বন্ধু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সমতা প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, জুলাই ২০, ২০২৩
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।