ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সড়ক দুর্ঘটনায় বাংলানিউজের ইলিয়াসসহ দুই সাংবাদিক আহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, জুলাই ২০, ২০২৩
সড়ক দুর্ঘটনায় বাংলানিউজের ইলিয়াসসহ দুই সাংবাদিক আহত

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক আহত হয়েছেন। আহত দুজন হলেন বাংলানিউজটোয়েন্টিফোর.কম এর বিশেষ প্রতিনিধি ইলিয়াস সরকার ও ঢাকা পোস্টের সিনিয়র রিপোর্টার মেহেদী হাসান ডালিম।

বৃহস্পতিবার (২০ জুলাই) সন্ধ্যার দিকে হানিফ ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে। পরে আহত দুই সাংবাদিক ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আহত ইলিয়াস বলেন, সুপ্রিম কোর্ট থেকে ডিউটি শেষ করে তারা গুলিস্তান থেকে একটি বাসে ওঠে কাজলার উদ্দেশ্যে রওয়ানা হন। তাদের বাসটি হানিফ ফ্লাইওভারে ওঠার পরপরই সামনে থাকা অপর একটি বাসকে ধাক্কা দেয়। এতে পাশাপাশি সিটে বসা অবস্থায় দুইজনই সামনের সিটের সঙ্গে আঘাত পেয়ে গুরুতর আহত হন। এ সময় বাসযাত্রীদের অনেকে ভীত হয়ে চিৎকার করে বলতে থাকেন, বাসে আগুন ধরে যেতে পারে সবাই দ্রুত নেমে পড়েন। পরে তারা বাসের জানালা দিয়ে লাফিয়ে নিচে নামেন।

তিনি বলেন, নাক দিয়ে রক্ত ঝরতে থাকা অবস্থায় পাশে থাকা বাইকচালক দ্রুত তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে প্রাথমিক দেওয়া হয়।  

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলমকে দুর্ঘটনার বিষয়টি অবগত করা হলে তিনি সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠান।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, জুলাই ২০, ২০২৩
এজেডএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।