ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আরসার শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেপ্তার ৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৫ ঘণ্টা, জুলাই ২২, ২০২৩
আরসার শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেপ্তার ৬

ঢাকা: সন্ত্রাসী সংগঠন ‘আরসার’ শীর্ষ সন্ত্রাসী সামরিক কমান্ডার হাফেজ নূর মোহাম্মদসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (২১ জুলাই) কক্সবাজারের শামলাপুর-বাহারছড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে দেশি ও বিদেশি অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানান, সন্ত্রাসী সংগঠন 'আরসার' শীর্ষ সন্ত্রাসী ও কুতুপালং বাস্তুচ্যুত মায়ানমার শরণার্থী ক্যাম্প এলাকার সামরিক কমান্ডার হাফেজ নূর মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ‘আরসার’সন্ত্রাসীদের গ্রেপ্তারে শামলাপুর-বাহারছড়ার গহিন পাহাড়ি এলাকায় অভিযানে নামে র‌্যাব। অভিযানে আরও ৫ জন 'আরসা' সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২২ জুলাই) সকালে কক্সবাজারে র‌্যাব-১৫ এর সদরদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০১৩৪ ঘণ্টা, জুলাই ২২, ২০২৩
পিএম/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।