ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

তিন দফা দাবিতে সরকারকে আল্টিমেটাম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, জুলাই ২২, ২০২৩
তিন দফা দাবিতে সরকারকে আল্টিমেটাম

নারায়ণগঞ্জ: অনির্দিষ্টকালের ধর্মঘট পালনের আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ ট্যাংকলরি ওউনার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটরস এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওউনার্স অ্যাসোসিয়েশন। আগামী ৩১ জুলাইয়ের মধ্যে তিন দফা দাবি সরকার মেনে না দিলে আগামী ১ আগস্ট থেকে সব ধরণের কাজ বন্ধ করে দেবে বলেও জানিয়েছে সংগঠন দুটি।

শনিবার (২২ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লায় শাহ ফতে উল্লাহ কনভেনশন হলে সংগঠনগুলোর ঢাকা বিভাগীয় কমিটির ব্যানারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় কমিটির নেতারা এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দুই সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল। তিনি বলেন, জ্বালানি তেল পরিবহনকারী ট্যাংকলরির ইকোনোমিক লাইফ (ব্যবহারের আয়ুকাল) ৫০ বছর পর্যন্ত নির্ধারণ, জ্বালানি তেল বিক্রির ওপর প্রচলিত কমিশন বৃদ্ধি করে কমপক্ষে ৭ দশমিক ৫ শতাংশে উন্নীত ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিশ্রুতি মোতাবেক গেজেট প্রকাশের জন্য তিন দফা দাবি বাস্তবায়ন করতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরে তিন দফায় লিখিত আবেদন করা হয়েছে। তবে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত ইতিবাচক কোনো সাড়া না পাওয়ায় আমরা হতাশ। তাই আগামী ৩১ জুলাই পর্যন্ত সরকারের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা হবে।

কাবুল বলেন, তেল ব্যবসায়ী সংগঠনগুলোর নেতৃবৃন্দ আশা করছেন সরকারের নীতি নির্ধারকরা বিষয়টি বিবেচনা করে এ সময়ের মধ্যে দাবিগুলো মেনে নেবেন। এর ব্যত্যয় হলে আগামী ১ আগস্ট থেকে সকল ব্যবসায়ীরা জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন কাজ বন্ধ রেখে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালনের সিদ্ধান্ত নিয়েছেন এবং সেটা তারা করবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটরস এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওউনার্স অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান রতন ও বাংলাদেশ ট্যাংকলরি ওউনার্স অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির মহাসচিব শেখ ফরহাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান রতন, আতিকুর রহমান মুন্সি, আনোয়ার হোসেন মেহেদী, মীর সোহেল আলী, ফজলুল হক মনি, মোহাম্মদ পারভেজ, সাইদুর রহমান রিপন, মিজানুর রহমান প্রধান, এমএ স্বপন, হুমায়ুন জাকির মিলন, সাব্বির আহমেদ, সাইদুজ্জামানসহ সংগঠনগুলোর স্থানীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন জ্বালানি তেল ডিপোর মালিকরা।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, জুলাই ২২, ২০২৩
এমআরপি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।