ঢাকা, বৃহস্পতিবার, ৪ পৌষ ১৪৩১, ১৯ ডিসেম্বর ২০২৪, ১৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পুকুরে বিষ দিয়ে ২৫ লাখ টাকার মাছ নিধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৩
পুকুরে বিষ দিয়ে ২৫ লাখ টাকার মাছ নিধন

টাঙ্গাইল: টাঙ্গাইলের সখীপুরে রাতের অন্ধকারে একটি পুকুরে বিষ ঢেলে আনুমানিক ২৫ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা।  

এ ঘটনায় বৃহস্পতিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় পুকুরের মালিক মৎস্য চাষি অপু আহমেদ সখীপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।

এ তথ্য নিশ্চিত করেছেন ক্ষতিগ্রস্ত ওই মৎস্য চাষি।  

অপু ওই গ্রামের নজরুল ইসলামের ছেলে।

এর আগে বুধবার (২৩ আগস্ট) উপজেলার গজারিয়া ইউনিয়নের মুচারিয়া পাথার গ্রামের মৎস্য চাষি অপু আহমেদের পুকুরে এ ঘটনা ঘটে। মাছ মেরে ফেলায় ঋণের টাকা পরিশোধ নিয়ে তিনি এখন পাগল প্রায়।

অপু আহমেদ জানান, এক একর জমির ওপর এ পুকুরটিতে গত কয়েক বছর বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে মাছ চাষ করেছি। পুকুরে এবার পাঙাস, তেলাপিয়া, রুই, কাতলা ও কার্পজাতীয় মাছ চাষ করা হয়েছে। মাছ বিক্রির উপযোগী হয়েছে। বুধবার সকালে ওই পুকুরে মাছের খাবার দিতে গিয়ে দেখেন পুকুরের সমস্ত মাছ মরে ভেসে আছে। প্রথমে তিনি ধারণা করেছিলেন পুকুরে গ্যাস সৃষ্টি হয়ে মাছ মারা গেছে। কিন্তু পরে মাছ ও পুকুরের পানি পরীক্ষা করে দেখা যায়, পুকুরে বিষ প্রয়োগ করা হয়েছে। অবিলম্বে দায়ীদের গ্রেপ্তার ও বিচার দাবি জানাই।

সখীপুর থানার ওসি মো. রেজাউল করিম জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে দুর্বৃত্তদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।