ঢাকা, বৃহস্পতিবার, ৪ পৌষ ১৪৩১, ১৯ ডিসেম্বর ২০২৪, ১৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খুলনায় মাদরাসা শিক্ষার্থীদের মাঝে বৈষম্যবিরোধী ছাত্রদের কম্বল বিতরণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৪
খুলনায় মাদরাসা শিক্ষার্থীদের মাঝে বৈষম্যবিরোধী ছাত্রদের কম্বল বিতরণ

খুলনা: রাতের আঁধারে খুলনার বিভিন্ন এলাকার ৩০০ এতিম শিক্ষার্থীর মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি খুলনার তত্ত্বাবধানে বুধবার (১৮ ডিসেম্বর) রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত মাদরাসার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

বসুপাড়া এতিমখানা মাদরাসা, ইসলামাবাদ কবরখানা মাদরাসা, আলআমিন সাবিলুর রশাদ মাদরাসা ও খালিশপুর কাশিপুর অন্ধ হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়। নতুন কম্বল উপহার পেয়ে খুশি এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

এসব স্থানে প্রধান অতিথি থেকে কম্বল বিতরণ করেন খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত খুলনা বিভাগীয় কমিশনার আবু সায়েদ মো. মনজুর আলম, খুলনা সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মশিউজ্জামান খান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মিনহাজুল আবেদীন সম্পদ, সাইফ নেওয়াজ, মিনহাজুল ইসলাম ইমন, সাহরিয়ার সাদ, জাতীয় নাগরিক কমিটির সদস্য আহম্মদ হামীম রাহাত, ফরিদ পাঠান, মইনুল ইসলাম জীবন, এম সাইফুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ০১৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৪
এমআরএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।