ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সাঘাটায় মাথার খুলি ও হাড়সহ যুবক আটক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৩
সাঘাটায় মাথার খুলি ও হাড়সহ যুবক আটক 

গাইবান্ধা: গাইবান্ধার সাঘাটা উপজেলায় মানুষের মাথার খুলি ও হাড়সহ জয়নুল আবেদীন জয় (৪৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে গাইবান্ধা পুলিশ সুপার কামাল হোসেন এ তথ্য জানান।

জয়নুল আবেদীন জয় জেলার সাঘাটা উপজেলার কালপানি গ্রামের হাছান আলী ব্যাপারীর ছেলে।

পুলিশ সুপার বলেন, আটক যুবক সক্রিয় প্রতারক দলের সদস্য। গোপন সংবাদে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে নিজগ্রাম থেকে তাকে আটক করে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি মাথার খুলি, একটি হাড় দণ্ড,  ওয়াকি-টকি চারটি চার্জারসহ, কালা যাদুর বই, বিভিন্ন ব্যাংকের চেক বই ৫৫টি, সিসি ক্যামেরা ১০টি,  ভিডিও রেকচার একটি ও একটি ২৮ ইঞ্চি স্যামসাং মনিটর জব্দ করা হয়।  

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবক এসব মালামাল প্রতারণার কাজে ব্যবহার করতেন বলে জানান জেলা পুলিশের শীর্ষ এ কর্মকর্তা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন (ক্রাইম অ্যান্ড অপস্), আব্দুল্লাহ আল মামুন, সদর থানার ওসি মাসুদ রানা, সাঘাটা থানার ওসি রাকিব হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।