ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

একই নম্বর প্লেটে চলছিল চারটি ইজিবাইক  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০০ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৩
একই নম্বর প্লেটে চলছিল চারটি ইজিবাইক  

হবিগঞ্জ: হবিগঞ্জ শহরে একই নম্বর প্লেট ব্যবহার করে রাস্তায় চালানো চারটি ব্যাটারিচালিত ইজিবাইক গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
 
মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেলে হবিগঞ্জ পৌরসভার মাঠে পৌর কর্তৃপক্ষ ইজিবাইকগুলো এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে দেয়।


 
এসময় মেয়র আতাউর রহমান সেলিমসহ পৌর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
ভুয়া নম্বর প্লেট লাগিয়ে চালানো চারটি ইজিবাইকের মালিক হবিগঞ্জ সদর উপজেলার বহুলা আনন্দপুর গ্রামের আদম আলীর ছেলে ফরিদ মিয়া।
 
পৌরসভার লাইসেন্স পরিদর্শক মো. সহিদুল ইসলাম জানান, হবিগঞ্জ শহরে ইজিবাইক চালাতে নানা শর্ত মেনে পৌরসভা থেকে নম্বর প্লেট নিতে হয়। তবে সীমিত সংখ্যক প্লেট দেওয়া হয়।

এজন্য ফরিদ মিয়া তার নামে ইস্যু হওয়া ১০৯ নম্বর প্লেটটি হারিয়ে গেছে উল্লেখ করে হবিগঞ্জ সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং জিডির কপি চারটি ইজিবাইকের পেছনেই লাগিয়ে গাড়িগুলো রাস্তায় চালিয়ে আসছিলেন।
 
সম্প্রতি পৌর কর্তৃপক্ষ তদন্ত করে পায় যে ওই ব্যক্তি একই নম্বর প্লেটের মালিক হলেও চারটি ইজিবাইকে জিডির কপি লাগিয়ে চালাচ্ছেন। পরে যানবাহনগুলো জব্দ করা হয়। মঙ্গলবার এক্সকাভেটর দিয়ে সেগুলো ধ্বংস করা হয়।
 
বাংলাদেশ সময়: ০৯৫৮ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।