ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বিদ্যুতের খুঁটি থেকে পড়ে প্রাণ হারালেন লাইনম্যান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৩
বিদ্যুতের খুঁটি থেকে পড়ে প্রাণ হারালেন লাইনম্যান

রাঙামাটি: রাঙামাটিতে বিদ্যুতের লাইন সংস্কার করার সময় খুঁটি থেকে পড়ে প্রাণ হারিয়েছেন আইয়ূব হেলাল (৩৫) নামে বিদ্যুৎ বিভাগের এক লাইনম্যান।  

বুধবার (১৫ নভেম্বর) সকালে জেলা শহরের চম্পক নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আইয়ূব রাঙামাটি বিদ্যুৎ বিতরণ বিভাগের লাইন মেরামত কাজের কর্মচারী ছিলেন। তিনি বিদ্যুৎ বিভাগের অবসরপ্রাপ্ত হিসাবরক্ষক বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুসের ছেলে।

জানা গেছে, বুধবার ভোর থেকে চম্পকনগর এলাকায় বিদ্যুৎ ছিল না। সকাল সাড়ে ৮টার দিকে বিদ্যুৎ বিতরণ বিভাগ থেকে একটি টিম এসে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে ট্রান্সফর্মারে কাজ করছিলেন। সেসময় হেলাল হঠাৎ খুঁটি থেকে পড়ে গুরুতর আহত হন। তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাঙামাটি বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা এ ঘটনার একটি তদন্ত টিম গঠন করেছি। এরপর ব্যবস্থা নেওয়া হবে।

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।