ঢাকা, শনিবার, ১১ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

জাতীয়

আন্তর্জাতিক মেরিটাইম সংস্থার ভাইস প্রেসিডেন্ট হলো বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৩
আন্তর্জাতিক মেরিটাইম সংস্থার ভাইস প্রেসিডেন্ট হলো বাংলাদেশ

ঢাকা: আন্তর্জাতিক মেরিটাইম সংস্থা- আইএমওর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম। ২৭ নভেম্বর লন্ডনে আইএমওর ৩৩তম অধিবেশনে তিনি  প্রথম ভাইস প্রেসিডেন্ট হিসেবে ১৫০ ভোটে নির্বাচিত হন।

লন্ডনের বাংলাদেশ হাইকমিশন জানায়, আন্তর্জাতিক মেরিটাইম সংস্থায় বাংলাদেশ প্রথমবারের মতো উচ্চ পর্যায়ের পদে নির্বাচিত হয়েছে। সৌদি আরবের প্রিন্স খালিদ বিন বন্দর আল সৌদ এই সংস্থার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

আন্তর্জাতিক মেরিটাইম সংস্থা জাতিসংঘের বিশেষ একটি সংস্থা। বিশ্বের ১৭৫ দেশ এই সংস্থার সদস্য। বিশ্বব্যাপী নিরাপদ সমুদ্রপথের নিয়ম-নীতি ঠিক রাখতে এই সংস্থা কাজ করে থাকে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৩
টিআর/নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।