ঢাকা, বুধবার, ২০ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শ্যামপুরে পেট্রোল-লাইটারসহ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৩
শ্যামপুরে পেট্রোল-লাইটারসহ যুবক আটক

ঢাকা: রাজধানীর শ্যামপুরে পেট্রোল ও লাইটারসহ মো. হেদায়েত উল্লাহ (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (৪ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কে এন রায় নিয়তি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকেল পৌনে ৪টার দিকে শ্যামপুর থানার জুরাইন রেলগেট বিক্রমপুর প্লাজার সামনে চেকপোস্টে হেদায়েত উল্লাহকে আটক করা হয়। তার সঙ্গে থাকা কাপড়ের ব্যাগ তল্লাশি করে একটি বোতলে ২৫০ এমএল পরিমাণ পেট্রোল, গ্যাস লাইটার ও সুতি কাপড়ের ছোট টুকরা পাওয়া যায়।

জিজ্ঞাসাবাদে তিনি এ পেট্রোলের বিষয়ে সদুত্তর দিতে পারেননি। নাশকতার কাজে এ পেট্রোল ব্যবহার করবে বলে প্রাথমিকভাবে জানা যায় বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০৯৩৮ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২৩
এমএমআই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।