ঢাকা, শনিবার, ১১ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

জাতীয়

ফুলবাড়ীয়ায় মিলল এনজিও কর্মীর মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৪
ফুলবাড়ীয়ায় মিলল এনজিও কর্মীর মরদেহ

ময়মনসিংহ: জেলার ফুলবাড়ীয়া উপজেলায় সবিতা রাণী (৪৭) নামে এক এনজিও কর্মীর মরদেহ উদ্ধার হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

 

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কেশরগঞ্জ বাজার কালাদহ সড়ক এলাকার ভাড়া বাসা থেকে এই নারী কর্মীর মরদেহ উদ্ধার করা হয়।

সবিতা রাণী সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এস.এস.এস) নামক একটি এনজিও সংস্থায় চাকরি করত। তার গ্রামের বাড়ি জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায়।  

ফুলবাড়ীয়া থানার উপ-পরিদর্শক মো. রাকিব ঘটনাস্থল ঘুরে এসে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভাড়া বাসায় থেকে সবিতা রাণী এনজিওতে চাকরি করতেন। গতকাল অফিস থেকে ফিরে স্বাভাবিক ভাবেই ঘুমাতে যান তিনি। এরপর সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

পরিবারের বরাত দিয়ে এই পুলিশ সদস্য বলেন, সবিতা রাণী আগে থেকে প্রেশারের রোগী ছিলেন। ধারণা করা হচ্ছে, ঘুমের মধ্যে স্টোক করে তার মৃত্যু হতে পারে। তবে এখনই এনিয়ে স্পষ্ট কোনো তথ্য নিশ্চিত করা যাচ্ছে না। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৪
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।