ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

বেইলি রোডে অগ্নিকাণ্ড: মেহেদীর সঙ্গে পুড়ল বিদেশ যাওয়ার স্বপ্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, মার্চ ১, ২০২৪
বেইলি রোডে অগ্নিকাণ্ড: মেহেদীর সঙ্গে পুড়ল বিদেশ যাওয়ার স্বপ্ন

টাঙ্গাইল: বিদেশে যাওয়া হলো না টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়নের দেওড়া গ্রামের মেহেদী হাসানের। রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে লাগা আগুনে নিজের সঙ্গে পুড়ে গেছে তার বিদেশ যাওয়ার স্বপ্ন।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালেও তার বাবার কাছে ফোন করে পাসপোর্ট করার জন্য কাগজপত্র তৈরি করতে বলেন মেহেদী। কিন্তু রাতেই রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে তার মৃত্যু হয়।

নিহত মেহেদী উপজেলার বানাইল ইউনিয়নের দেওড়া গ্রামের আয়নাল মিয়ার ছেলে।

শুক্রবার (০১ মার্চ) মেহেদীর মরদেহ তার গ্রামের বাড়িতে পৌঁছালে সেখানে জমে শত মানুষের ভিড়।

এ ঘটনায় পুরো গ্রামজুড়ে চলছে শোকের মাতম। তার মা ও বোন বার বারই মূর্ছা যাচ্ছেন। ছেলেকে হারিয়ে এখন পাগল প্রায় বাবা আয়নাল মিয়া। এদিকে নিজ চোখের সামনে বড় ভাইয়ের মৃত্যু মেনে নিতে পারছে না ছোট ভাই ইসরাফিল। তারা দুই ভাই ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টে চাকরি করতেন।

দুপুরে দেওড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজার নামাজ শেষে সামাজিক গোরস্থানে মেহেদীকে দাফন করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, মার্চ ০১, ২০২৪
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।