ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে ৫ প্রতিষ্ঠানকে ৩৪ হাজার টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৪
মাদারীপুরে ৫ প্রতিষ্ঠানকে ৩৪ হাজার টাকা জরিমানা

মাদারীপুর: মাদারীপুরে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় ও বিভিন্ন অনিয়মের অভিযোগে ৫টি প্রতিষ্ঠানকে ৩৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  

রোববার (১৭ মার্চ) দুপুরে জেলার সদর উপজেলার মোস্তফাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস।

জানা গেছে, পবিত্র রমজান উপলক্ষে বিভিন্ন ব্যবসায়ীরা অতিরিক্ত দামে পণ্য বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ভোক্তা অধিকার। রোববার দুপুরে মোস্তফাপুর এলাকার রাজধানী ফল ভাণ্ডার, সোহাগ ফল ভাণ্ডার, খেজুর দোকান, মাংসের দোকানসহ ৫টি দোকানে নির্দিষ্ট মূল্য তালিকা না থাকায় ৩৪ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস জানান, অতিরিক্ত দামে পণ্য বিক্রির দায়ে এ জরিমানা করা হয়েছে। আমাদের অভিযান নিয়মিত চলবে।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।