ঢাকা, শনিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

জাতীয়

যমুনায় ডুবে দুই ভাইয়ের মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৪
যমুনায় ডুবে দুই ভাইয়ের মৃত্যু 

জামালপুর: জামালপুরের ইসলামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।  শনিবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার যমুনার দুর্গম চরাঞ্চল সাপধরী ইউনিয়নের চর শিশুয়া গ্রামের পাশ দিয়ে বয়ে চলা যমুনা নদীতে ডুবে তাদের মৃত্যু হয়।

মৃত দুই শিশু হলো, মিনহাজ (৯) ও মিনাল (৭) । তারা উপজেলার বেলগাছা ইউনিয়নে জারুলতলা গ্রামের আজহার আলীর সন্তান।

স্থানীয়রা জানান, শুক্রবার (১২ এপ্রিল) ঈদ উপলক্ষে চায়না আক্তার দুই ছেলে ও স্বামী আজহার আলীকে সাথে নিয়ে চর শিশুয়া গ্রামে তার বাবা দুদু সরকারের বাড়িতে বেড়াতে যায়। আজ দুপুরে বাড়ির পাশে নদীতে গোসল করতে গিয়ে  যায় দুই ভাইসহ স্থানীয় শিশুরা। সাঁতার না জানায় কোনো এক সময় নিখোঁজ হয় মিনহাজ ও মিনাল। পরে এলাকাবাসী অনেক খোঁজাখুঁজি করে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করে।

ইসলামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আলিম বলেন, দুই ভাই পানিতে ডুবে মারা গেছে। আমরা ঘটনাস্থলে যাচ্ছি। নিহতদের বাবার বাড়ি যমুনার পূর্ব এলাকা জারুলতলা গ্রামে। ঘটনাস্থলটি দুর্গম চরাঞ্চলে, সেখান থেকে মরদেহ এ পাড়ে আসতে সময় লাগতে পারে।  

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।