ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নতুন বছরে রেমিট্যান্সযোদ্ধাদের আরও স্মার্ট সেবা দেওয়া হবে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৪
নতুন বছরে রেমিট্যান্সযোদ্ধাদের আরও স্মার্ট সেবা দেওয়া হবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী

ঢাকা: বাংলা নববর্ষে দেশের রেমিট্যান্সযোদ্ধাদের শুভেচ্ছা জানিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, নতুন বছরে রেমিট্যান্সযোদ্ধাদের আরও আন্তরিক ও স্মার্ট সেবা দেওয়া হবে।

রোববার (১৪ এপ্রিল) নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তিনি এ কথা বলেন।

দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বাংলার অগ্রযাত্রা অটুট সম্প্রীতি-ঐতিহ্যের আবাহনে জীর্ণ-পুরোনো ভুলে, সম্ভাবনার নতুন দিনে সবাইকে শুভ নববর্ষ ১৪৩১।

প্রধানমন্ত্রীর নির্দেশে নতুন বাংলা বছরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসমূহে আধুনিক যুগোপযোগী যন্ত্রপাতি স্থাপনের ব্যবস্থা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, আধুনিক যন্ত্রপাতির সমন্বয়ে নতুন বাংলা বছরের মধ্যেই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসমূহ ঢেলে সাজাতে সক্ষম হবো।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৪
এমআইএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।