ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিলেটে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে অগ্নিকাণ্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৪
সিলেটে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে অগ্নিকাণ্ড

সিলেট: সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে অগ্নিকাণ্ড ঘটেছে। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

 

সোমবার (১৫ এপ্রিল) সকাল ৯টার দিকে বিদ্যুতের পুরাতন একটি লাইনে শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়।  

খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনে।  

সংশ্লিষ্টরা জানান, নগরের উপকণ্ঠে কুমারগাঁও ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের পরিত্যক্ত এয়ার ফিল্টারে শর্ট সার্কিট থেকে আগুন লাগে। আগুন লাগার পর থেকে কেন্দ্রের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট অঞ্চলের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবদুল কাদির জানান, বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় সিলেটের চারটি ডিভিশনে সাময়িক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। গ্রাহকরাও ভোগান্তিতে পড়েন।  

তিনি আরও জানান, দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। আগুন লাগার কারণে সঞ্চালন কেন্দ্রে লাইনের ক্ষয়ক্ষতি হয়েছে। তা মেরামতের পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৪
এনইউ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।