ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

লংগদুতে বজ্রপাতে কিশোরীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৪
লংগদুতে বজ্রপাতে কিশোরীর মৃত্যু ফাইল ছবি

রাঙামাটি: রাঙামাটির লংগদুতে বজ্রপাতে আয়েশা আক্তার (১১) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) উপজেলার ভাইবোনছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে লংগদু উপজেলায় কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় উপজেলার ভাইবোনছড়া এলাকায় কাঁচা ঘরের ওপর বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘরে ঘুমিয়ে থাকা কিশোরী আয়েশাসহ আহত হয় একই পরিবারের তিনজন। আহত কিশোরীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।  

লংগদু থানার উপ-পরিদর্শক (এসআই) জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।