ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে ইউপিডিএফের আধাবেলা অবরোধের প্রভাব ছিল না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, মে ১৫, ২০২৪
রাঙামাটিতে ইউপিডিএফের আধাবেলা অবরোধের প্রভাব ছিল না

রাঙামাটি: চিটাগাং হিল ট্র্যাক্টস রেগুলেশন ১৯০০ বাতিল, রাজা-হেডম্যান-কার্বারি পদবি বিলোপ এবং পাহাড়িদের প্রথাগত অধিকার হরণের ষড়যন্ত্রের প্রতিবাদে বুধবার (১৫ মে) রাঙামাটি জেলায় আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পালন করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

অবরোধের কারণে রাঙামাটি জেলা থেকে দূরপাল্লার কোনো যান ছেড়ে না গেলেও শহর এলাকায় ছোট পরিবহন চলাচল করেছে।

সকাল থেকে সশস্ত্র সংগঠনটির কর্মীরা তাদের স্বনিয়ন্ত্রিত এলাকায় অবরোধ কর্মসূচি পালন করেছে। তবে অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।

এর আগে ১৩ মে চিটাগাং হিল ট্র্যাক্টস রেগুলেশন ১৯০০ বাতিল ষড়যন্ত্রের প্রতিবাদে রাঙামাটি ও খাগড়াছড়ির বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি থেকে অবরোধ কর্মসূচির ডাক দেয় পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠনটি।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, মে ১৫, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।