ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে ইউপিডিএফের ডাকা আধাবেলার অবরোধ পালিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, মে ২০, ২০২৪
রাঙামাটিতে ইউপিডিএফের ডাকা আধাবেলার অবরোধ পালিত

রাঙামাটি: রাঙামাটি জেলায় প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ডাকা আধাবেলার সড়ক ও নৌপথ অবরোধের তেমন কোনো প্রভাব ছিল না।  

লংগদু উপজেলায় ইউপিডিএফের দুই সদস্যকে হত্যার প্রতিবাদে সোমবার (২০ মে) রাঙামাটি জেলায় আধাবেলার  এ সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পালন করে ইউপিডিএফ।

তবে অবরোধের কারণে সকাল থেকে রাঙামাটি-ঢাকা, চট্টগ্রামগামী দূর পাল্লার কোনো যানবাহন রাঙামাটি ছেড়ে যায়নি। জেলা শহরে যান চলাচল স্বাভাবিক ছিল। ভোর ৫টা থেকে ইউপিডিএফের কর্মীরা তাদের নিয়ন্ত্রিত এলাকায় অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন।

ভোরে কাউখালী উপজেলার চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে ঢাকা থেকে আসা রাঙামাটিগামী কিছু পরিবহন ইউপিডিডিএফের কর্মীরা আটকে দিলেও পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় গাড়িগুলো নির্দিষ্ট গন্তব্যে পৌঁছায়।

গত ১৮ মে সকালে লংগদু উপজেলায় তাদের দুই কর্মীকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনার প্রতিবাদে ওই দিন বিকেলে জেলা সদরের কুতুকছড়ি এলাকায় প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে সড়ক ও নৌপথে অর্ধদিবস অবরোধের ডাক দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, মে ২০, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Veet