ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সালথায় দেশীয় ২০ অস্ত্র উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, জুন ২১, ২০২৪
সালথায় দেশীয় ২০ অস্ত্র উদ্ধার

ফরিদপুর: ফরিদপুরের সালথায় দেশীয় ২০টি ঢাল উদ্ধার করেছে পুলিশ। এসব ঢাল গ্রাম-গঞ্জে সংঘর্ষ ও সহিংসতার সময় নিজেদের আত্মরক্ষার জন্য ব্যবহার করা হয়ে থাকে।

শুক্রবার (২১ জুন) বিকেলে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।  

বৃহস্পতিবার (২০ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড় খারদিয়া শেখপাড়া গ্রামে নবনির্মিত একটি ভবনের ভেতর থেকে এসব ঢাল উদ্ধার করা হয়।  

এ ব্যাপারে সালথা থানার ওসি মোহাম্মাদ ফায়েজুর রহমান বলেন, সংঘর্ষে ব্যবহার করার জন্য বড় খারদিয়া গ্রামের একটি বাড়িতে এসব দেশীয় অস্ত্র ঢাল তৈরি করা হচ্ছিল। পরে গোপন তথ্যের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে ২০টি প্লেনশিটের নতুন ঢাল ও কাঠের হাতুল উদ্ধার করা হয়। এ সময় ওই বাড়িতে কাউকে পাওয়া যায়নি। তবে আমরা বিষয়টি তদন্ত করছি। এসব ঢাল তৈরির সঙ্গে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, জুন ২১, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।