ঢাকা, বুধবার, ২ শ্রাবণ ১৪৩১, ১৭ জুলাই ২০২৪, ১০ মহররম ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্রে শিক্ষার্থীদের অবস্থান, বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৪
নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্রে শিক্ষার্থীদের অবস্থান, বিক্ষোভ

নারায়ণগঞ্জ: কোটা সংস্কারের দাবিতে ও ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা ও ৬ শিক্ষার্থী নিহতের প্রতিবাদে নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা।

বুধবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১১টা থেকে শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া গোল চত্বর ও প্রেসক্লাবের সামনে শিক্ষার্থীরা অবস্থান করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর সাড়ে ১২টা) শিক্ষার্থীদের বিক্ষোভ চলমান আছে।

এর আগে সকাল ১১টা থেকে প্রেসক্লাবের নিচে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। পরে তারা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।  

এদিকে চাষাঢ়ায় অবস্থান নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভে জেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এসে যুক্ত হয়েছেন। তারা এখানে অবস্থান করে বিক্ষোভ প্রদর্শন করবেন বলে জানান।

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৪
এমআরপি/নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।