ঢাকা, বৃহস্পতিবার, ৩ শ্রাবণ ১৪৩১, ১৮ জুলাই ২০২৪, ১১ মহররম ১৪৪৬

জাতীয়

শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র নারায়ণগঞ্জের চাষাড়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৪
শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র নারায়ণগঞ্জের চাষাড়া

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে কোটা সংস্কারের দাবিতে ও পুলিশের সঙ্গে সংঘর্ষে দেশব্যাপী ছয় শিক্ষার্থী নিহতের প্রতিবাদে শহরের চাষাড়ায় শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর ১টার দিকে শহরের প্রাণকেন্দ্র চাষাড়ায় শিক্ষার্থীদের জমায়েতে পুলিশ টিয়ারগ্যাস ছুড়লে এ ঘটনা ঘটে।

এ সময় কলেজ, বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি স্কুলের শিক্ষার্থীরাও পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এক পর্যায়ে একটি গাড়ি ও মোটরসাইকেলে আগুন লাগিয়ে দেন তারা।

এর আগে গতকাল দিনভর ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশব্যাপী পুলিশের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের সংঘাতের ঘটনায় রাতে দেশব্যাপী কমপ্লিট শাটডাউন কর্মসূচির ঘোষণা দেন ছাত্ররা।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৪
এমআরপি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।