ঢাকা, সোমবার, ১৪ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

জাতীয়

ফেনীতে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, জুলাই ২৯, ২০২৪
ফেনীতে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

ফেনী: ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।  

সোমবার (২৯ জুলাই) বিকেলে মহাসড়কের রামপুর লাতু মিয়া সড়কের মাথায় এ বিক্ষোভ হয়।

বিক্ষোভকালে  মহাসড়কের উভয় লেনে পরিবহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

প্রায় আধাঘণ্টা বিক্ষোভের পর শিক্ষার্থীরা পুলিশ দেখে সটকে পড়ে। অবশ্য কিছুক্ষণ পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে ওঠে। বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনায় গাড়ী ভাঙচুর অথবা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফেনী মডেল থানার ওসি মুহাম্মদ রুহুল আমীন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটানাস্থলে পৌঁছার আগেই বিক্ষোভকারীরা পালিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, জুলাই ২৯ জুলাই, ২০২৪
এসএইচডি/জেএইচ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।