ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বৃষ্টি উপেক্ষা করে ঝিনাইদহে শিক্ষার্থীদের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, আগস্ট ৩, ২০২৪
বৃষ্টি উপেক্ষা করে ঝিনাইদহে শিক্ষার্থীদের বিক্ষোভ

ঝিনাইদহ: ঝিনাইদহে নয় দফা দাবি আদায়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

শনিবার (৩ আগস্ট) দুপুরে শহরের আরাপপুর থেকে বৈষম্যবিরোধী আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের প্রেরণা একাত্তর চত্বর ঘুরে পায়রা চত্বরে গিয়ে সমাবেশে হয়।  

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহের সমন্বায়ক শারমিন আক্তারসহ অন্যান্যরা বক্তব্য দেন।  

সমাবেশে বক্তারা জানান, সারা দেশে গ্রেপ্তার শিক্ষার্থীদের দ্রুত নিঃশর্ত মুক্তি দাবিসহ তাদের নয় দফা দাবি পূরণের সরকারের প্রতি আহ্বান জানান। তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন আন্দোলনকারীরা।

এদিকে আন্দোলনকে ঘিরে ঝিনাইদহ জেলায় নাশকতা প্রতিরোধে সতর্ক অবস্থানে ছিল পুলিশ। সকাল থেকেই জেলা শহরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, আগস্ট ৩, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।