ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩১, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নওগাঁয় বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, আগস্ট ৩, ২০২৪
নওগাঁয় বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নওগাঁ: নওগাঁয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। এসময় বৃষ্টি উপেক্ষা করে সড়কে অবস্থা নিতে দেখা গেছে ছাত্রদের।

 

শনিবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে শহরের কাজির মোড়ে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। ধীরে ধীরে শহরের বিভিন্ন দিক থেকে আসেন শিক্ষার্থীরা। এরপর বিশাল এক মিছিল নিয়ে প্রধান সড়ক হয়ে শরিষাহাটির মোড়ের দিকে যেতে থাকে শিক্ষার্থীরা। একপর্যায়ে আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে গেলে ছাত্রলীগের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয় শিক্ষার্থীদের। এতে দুই গ্রুপের বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে।

এরপর বেলা সাড়ে ১২টার দিকে শুরু হয় বৃষ্টি। সেই বৃষ্টিকে উপেক্ষা করে শহরের মুক্তির মোড়ে ঘণ্টাব্যাপী অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে আগামীকাল ৪ আগস্ট নতুন কর্মসূচি ঘোষণা করে চলে যান আন্দোলনকারীরা।  

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, আগস্ট ০৩, ২০২৪
আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।