ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সিলেট সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টাকালে ৪ যুবক আটক 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৪
সিলেট সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টাকালে ৪ যুবক আটক 

সিলেট: সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টাকালে চার যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ডোনা বিজিবি ক্যাম্পের টহল দল মিকিরপাড়া সীমান্ত এলাকার ১৩৩২ নম্বর পিলারের কাছ থেকে তাদের আটক করে।

 

আটককৃতরা হলে, ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার চরকোচিয়া গ্রামের মান্নান মোল্লার ছেলে আজগর মোল্লা, একই গ্রামের শেখ আক্তারের ছেলে মিজানুর রহমান, তার সহোদর বজলার শেখ ও একই গ্রামের আব্দুর রহমানের ছেলে শাখাওয়াত কবির। আটকদের কানাইঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি।  

পুলিশের জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, ভারতের পালানোর জন্য তারা স্থানীয় মিকিরপাড়া গ্রামের আওয়ামী লীগ নেতার ভাই শাহিন আহমদের সঙ্গে যোগাযোগ করে। ভারতে যাওয়ার জন্য তাকে ২৪ হাজার টাকা দিয়েছিলেন তারা। সোমবার তার বাড়িতে রাত যাপনের পর মঙ্গলবার ভারত যাওয়ার জন্য তাদের বাড়ি থেকে বের হলে সীমান্তে বিজিবির হাতে আটক হন।

জিজ্ঞাসাবাদে তারা আরও জানায়, এরআগেও তারা অবৈধভাবে ভারতে গিয়ে সে দেশের পশ্চিমবঙ্গের কলকাতায় ফেরি করে বিভিন্ন পণ্য বিক্রি করতেন। এবারও সেই উদ্দেশ্যে কানাইঘাট সীমান্ত দিয়ে ভারত যেতে চাচ্ছিলেন।  

শাহিন আহমদ মিকিরপাড়া গ্রামের কালা মিয়ার ছেলে। তার ভাই সেলিম উদ্দিন লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেও জানান স্থানীয়রা।  

ডোনা বিজিবি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হাবিলদার শাহজাহান বলেন, মিকিরপাড়া সীমান্ত এলাকা দিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের সময় ফরিদপুর জেলার চার ব্যক্তিকে আটক করা হয়। বিজিবি বাদী হয়ে তাদের বিরুদ্ধে অনুপ্রবেশের ঘটনায় কানাইঘাট থানায় মামলা দায়ের করেছে।  

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, বিজিবি এখনো মামলা দায়ের করেনি। মামলার পর তাদের আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৪
এনইউ/এএটি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।