ঢাকা, শুক্রবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ডিআরইউ’র প্রয়াত পাঁচ সদস্য স্মরণে দোয়া মাহফিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২৪
ডিআরইউ’র প্রয়াত পাঁচ সদস্য স্মরণে দোয়া মাহফিল

ঢাকা: ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) প্রয়াত পাঁচ সদস্যের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে ডিআরইউ’র কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ, সাধারণ সম্পাদক মহি উদ্দিন, কল্যাণ সম্পাদক মো. তানভীর আহমেদ, কার্যনির্বাহী সদস্য রফিক মৃধা ও মো. শরীফুল ইসলাম উপস্থিত ছিলেন।

ডিআরইউ’র প্রয়াত সাবেক সভাপতি আজমল হোসেন খাদেম, স্থায়ী সদস্য ও বিএফইউজে সভাপতি রুহুল আমিন গাজী, ডিআরইউ’র সাবেক সাংস্কৃতিক সম্পাদক সীমান্ত খোকন, সাবেক কার্যনির্বাহী সদস্য আতিকুর রহমান ও স্থায়ী সদস্য বদিউল আলমের মৃত্যুতে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।  

এছাড়া ডিআরইউ’র সাবেক সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব, সহ-সভাপতি মাহমুদুল হাসান, অর্থ সম্পাদক সুলতান মাহমুদ বাদল, নারীবিষয়ক সম্পাদক তাপসী রাবেয়া আঁখি, কার্যনির্বাহী সদস্য মিজান রহমানসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২৪
টিএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।