ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভারতে মহানবীকে (সা.) নিয়ে কটূক্তির প্রতিবাদে খুলনায় বিক্ষোভ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২৪
ভারতে মহানবীকে (সা.) নিয়ে কটূক্তির প্রতিবাদে খুলনায় বিক্ষোভ

খুলনা: ভারতের হিন্দু পুরোহিত রামগীর মহারাজ ইসলাম ও মহানবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তি এবং ফিলিস্তানে সাধারণ মুসলিম ভাই-বোনদের নির্বিচারে হত্যার বিচারের দাবিতে খুলনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

শুক্রবার (৪ অক্টোবর) জুমাবাদ শিববাড়ি মোড় চত্বরে সাধারণ মুসলিম উম্মাহ ও সাধারণ ছাত্র সমাজ এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

মুসলিম উম্মাহর পক্ষ থেকে সমাবেশে বক্তব্য দেন আবির হাসান, শেখ নুরুদ্দিনসহ অনেকে।

এ সময় বক্তারা মুসলিম গোষ্ঠীর প্রিয় নবী হযরত মুহাম্মদকে (সা.) ভারতের পুরোহিত রামগীর মহারাজ কটূক্তি ও অপমান করায় পুরো ভারতকে হুঁশিয়ারি করে পুরোহিতের কঠোর শাস্তির দাবি জানান।

সমাবেশ ও মিছিলে সাধারণ মুসলিম শিক্ষার্থী ও সাধারণ মুসলিম জনতা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২৪
এমআরএম/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।