ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আদালত চত্বরে মাহমুদুর রহমানের ওপর হামলা, ৬ বছর পর মামলা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৪
আদালত চত্বরে মাহমুদুর রহমানের ওপর হামলা, ৬ বছর পর মামলা 

কুষ্টিয়া: কুষ্টিয়ার আদালত চত্বরে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমানের ওপর হামলায় ঘটনায় মামলা হয়েছে। কুষ্টিয়া মডেল থানায় মামলাটি করেছেন মাহমুদুর রহমান নিজে।

২০১৮ সালের ২২ জুলাই কুষ্টিয়ার আদালত চত্বরে তিনি হামলার শিকার হন।

ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার সরকারের পতনের প্রেক্ষাপটে হামলার ঘটনার ছয় বছর পর বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর দেড়টায় কুষ্টিয়া মডেল থানায় এ অভিযোগপত্র জমা দেন ড. মাহমুদুর রহমান।

মামলায় পতন হওয়া সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারী, কুষ্টিয়ার তৎকালীন পুলিশ সুপার মেহেদী হাসানসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মী মিলিয়ে মোট ৪৭ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়। এছাড়া অজ্ঞাত প্রায় আরও ২০ জনকে আসামি করা হয়।

থানা চত্বরে ড. মাহমুদুর রহমান সাংবাদিকদের বলেন, ২০১৮ সালের ২২ জুলাই আমার ওপর যে হামলার ঘটনা ঘটেছিল ওই ঘটনায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করেছি। আশা করবো ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আইনের আওতায় আনবে সরকার। শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের মতো আরেকটি ফ্যাসিবাদ সরকার যেন গঠিত না হতে পারে।

বাংলাদেশের মানুষের অধিকার, বাক-স্বাধীনতা ও আদালতের মর্যাদা পাওয়ার কারণে তিনি এ মামলা দায়ের করেন বলে জানান।

বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিকীকে কটূক্তির অভিযোগ তুলে মাহমুদুর রহমানের বিরুদ্ধে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি ইয়াসির আরাফাত তুষার একটি মানহানির মামলা করেন। ওই মামলায় জামিন নিতে ২০১৮ সালের ২২ জুলাই কুষ্টিয়ায় এলে তার ওপরে হামলা চালানো হয়। এজন্য আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীসহ ক্ষমতাসীন গোষ্ঠীকে দায়ী করেন মাহমুদুর রহমান।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।