ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আলমডাঙ্গায় একটি রিভলভার উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২৪
আলমডাঙ্গায় একটি রিভলভার উদ্ধার

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অভিযান চালিয়ে বিদেশি একটি রিভলভার উদ্ধার করেছে সেনাবাহিনী।  

শুক্রবার (১১ অক্টোবর) ভোর ৪টার দিকে আলমডাঙ্গা কুমারী গ্রাম থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোরে আলমডাঙ্গার কুমারী গ্রামে অবৈধ অস্ত্রবিরোধী অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় বিদেশি একটি রিভলভার, একটি অনিবন্ধিত মোটরসাইকেল ও একটি মোবাইলফোন উদ্ধার করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে দুষ্কৃতিকারীরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যাওয়া কাউকে আটক করা সম্ভব হয়নি।  

চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জয়নুল আবেদীন এ তথ্য নিশ্চিত করে জানান, জব্দ মালামাল আলমডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৮  ঘণ্টা, অক্টোবর ১১, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।