ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রুহুল আমিন গাজী স্মরণে এমইউজে খুলনার শোকসভা শনিবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২৪
রুহুল আমিন গাজী স্মরণে এমইউজে খুলনার শোকসভা শনিবার বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজী

খুলনা: গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অন্যতম লড়াকু সাংবাদিক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজী স্মরণে খুলনায় এক নাগরিক শোকসভা অনুষ্ঠিত হবে।

শনিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে সভার আয়োজন করা হয়েছে।

 

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার উদ্যোগে এ শোক সভায় প্রধান অতিথি থাকবেন বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী। এতে প্রধান বক্তা থাকবেন বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন এবং বিশেষ অতিথি থাকবেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের সভাপতি মো. শহিদুল ইসলাম।  

এছাড়া নাগরিক শোকসভায় খুলনার বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতা, পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং সাংবাদিক নেতারা বক্তব্য রাখবেন। সভায় সভাপতিত্ব করবেন এমইউজে খুলনার সভাপতি মো. আনিসুজ্জামান।  

নাগরিক শোক সভায় যথাসময়ে সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন এমইউজে খুলনার সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবুল হাসান হিমালয়।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২৪
এমআরএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।