ঢাকা, শনিবার, ২৪ কার্তিক ১৪৩১, ০৯ নভেম্বর ২০২৪, ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জগন্নাথ হলের পূজা মণ্ডপে রিজভী

জঙ্গি-সাম্প্রদায়িক বলে সমাজে বিভেদ তৈরি করেছিল আওয়ামী লীগ  

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৪
জঙ্গি-সাম্প্রদায়িক বলে সমাজে বিভেদ তৈরি করেছিল আওয়ামী লীগ  

বিএনপির জৈষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নিজেদের কতৃত্ববাদী ব্যবস্থা দীর্ঘায়িত করতে আওয়ামীলীগ সমাজে জঙ্গি ও সাম্প্রদায়িক বলে একটি বিভেদ তৈরি করে রেখেছিল। ভবিষতে এ বিভেদ আর থাকবে না।

শনিবার (১২ অক্টোবর) দুপুর ১২ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল পূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রদীপ চাকমা।  

তিনি বলেন, কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থাকে দীর্ঘায়িত করতে আওয়ামীলীগ ‘ওরা জঙ্গি’, ‘সাম্প্রদায়িক’, ‘ওরা এই’, ‘তারা সেই’ ইত্যাদি বলে সমাজে যে বিভেদ রেখা তৈরি করেছিল, তা আর থাকবে না। এজন্যই দুর্গাপূজাকে আরও সুন্দর ও উন্মুক্ত করতে প্রতিটি সম্প্রদায়ের মানুষ মিলে রাত জেগে পাহারা দিচ্ছে। যেন কোনো কুচক্রী মহল তাদের উদ্দেশ্য সাধন করতে না পারে।

উপদেষ্টা প্রদীপ চাকমা বলেন, বাংলাদেশে সাম্য, ভ্রাতৃত্ব, মৈত্রী-সবকিছুই আছে। আমাদেরকে সেটি ধরে রাখতে হবে। আমাদের ধর্মীয় বন্ধন টিকিয়ে রাখতে আমরা সর্বাত্মক চেষ্টা করব।

এসময় হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল ও ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহসসহ প্রমুখ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৪

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।