ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে ধানক্ষেতে মিলল চা শ্রমিকের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২২ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৪
হবিগঞ্জে ধানক্ষেতে মিলল চা শ্রমিকের মরদেহ

হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ধানক্ষেত থেকে অজিৎ সাওতাল (৪৫) নামে এক চা শ্রমিকের মরদেহ থেকে মাথা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (১৩ অক্টোবর) সন্ধ্যায় চুনারুঘাট থানা পুলিশ উপজেলার দেউন্দি চা বাগানের ফুলছড়ি টিলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে।

নিহত অজিৎ সাওতাল দেউন্দি চা বাগানের বাসিন্দা মৃত দূর্জ ধন সাঁওতালের ছেলে।

স্থানীয়রা জানান, গত শনিবার বিকেলে অজিৎ এর মেয়ে অঙ্কিতা সাঁওতাল ঢাকায় গৃহকর্মীর কাজ থেকে ফিরে তাকে কিছু টাকা দেন। অজিৎ টাকা নিয়ে দেউন্দি বাগানের বাজারের উদ্দেশে গিয়ে আর ফিরেননি।

পরে রোববার সন্ধ্যায় স্থানীয় লোকজন ফুলছড়ি টিলায় তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন মরদেহ দেখতে চুনারুঘাট থানায় খবর দেন।

রাত সাড়ে ১১টায় থানার ওসি মো. কবির হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে অজিৎ সাওতালের মাথা ও দেহ ধানক্ষেতের পাশাপাশি স্থান থেকে উদ্ধার করে আনা হয়েছে। তার পরিবারের সদস্যরা হত্যা মামলা দায়েরের জন্য থানায় এসেছেন।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।