ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

শেরপুরে দুই বাইকের সংঘর্ষে দুই আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
শেরপুরে দুই বাইকের সংঘর্ষে দুই আরোহী নিহত ফাইল ফটো

শেরপুর: শেরপুরের শ্রীবরদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন।  

মঙ্গলবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে শ্রীবরদী পৌর শহর থেকে দহেড়পাড় সড়কের শ্মশানঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতদের মধ্যে সবুজ মিয়া (২২) নামে একজন ঘটনাস্থলে এবং জাকিরুল ইসলাম জয় (২৬) নামে অপর যুবক হাসপাতালে মারা যান।  

মোটরসাইকেল চালক সবুজ মিয়া উপজেলার চরশিমুলচূড়া গ্রামের শুকুর আলীর ছেলে এবং জাকিরুল ইসলাম জয় উপজেলার মুন্সীপাড়া গ্রামের লতা মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে দ্রুতগামী দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সবুজ মিয়া নামে একজন মারা যান। অপর মোটরসাইকেল আরোহী জাকিরুল ইসলাম জয়কে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে শেরপুর জেলা সদর হাসপাতালে ও পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৩ অক্টোবর) সকালে তার মৃত্যু হয়।

শ্রীবরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে পরবর্তী যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।