ঢাকা: অপসংস্কৃতির আগ্রাসন ঠেকাতে এবং স্বাস্থ্যবান জাতি গঠনে চলচ্চিত্র, নাটক এবং ওয়েবসিরিজে পছন্দের শিল্পীকে দিয়ে ধূমপান ও মাদক সেবনের প্ররোচনা বন্ধের আহ্বান জানিয়েছেন তরুণ প্রজন্মের প্রতিনিধিরা।
মঙ্গলবার (২৬ নভেম্বর) মানস-মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা এবং ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজি (আইইউবিএটি) এর উদ্যোগে উত্তরায় অনুষ্ঠিত তামাক ও মাদক বিরোধী সচেতনতামূলক কর্মসূচিতে এ আহ্বান জানান শিক্ষার্থী ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।
কর্মসূচির উদ্বোধন করেন ইউনিভার্সিটি’র ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আব্দুর রব মিয়া এবং অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানস সভাপতি অধ্যাপক ড. অরূপরতন চৌধুরী। কর্মসূচিতে আইইউবিএটি’র শতাধিক ছাত্র-ছাত্রী, শিক্ষক ও তামাক নিয়ন্ত্রণ কর্মীরা অংশগ্রহণ করেন।
অধ্যাপক ড. আব্দুর রব মিয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তরুণদের পছন্দের বিনোদন মাধ্যম চলচ্চিত্রে ধূমপান, মাদক সেবনের দৃশ্য নেতিবাচক ফল বয়ে আনতে পারে। অধ্যাপক ড. অরূপরতন চৌধুরী বলেন, দেশে কিশোর গ্যাং নামক অপসংস্কৃতিসহ সামাজিক অপরাধ বাড়ছে। কিশোর-তরুণদের মধ্যে ধূমপান ও মাদকাসক্তি উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে, যা উদ্বেগজনক! এমতাবস্থায়, বিনোদন মাধ্যমে তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘণ করে ধূমপানের দৃশ্য ফলাও করে প্রচার করা হচ্ছে। তাই এখনই সচেতনতা বৃদ্ধির সময়।
অবস্থান ও লিফলেট বিতরণের পর একটি সংক্ষিপ্ত শোভাযাত্রা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। ফেস্টুনে তরুণরা কর্মসূচিতে ‘নাটক, সিনেমা, ওয়েবসিরিজে ধূমপানের দৃশ্য বন্ধ করুন: কিশোর-তরুণরা বিপথগামী হলে পথ হারাবে দেশ!’ ‘ওটিটি প্ল্যাটফর্মের খসড়া নীতিতে ধূমপানের দৃশ্য বন্ধের উদ্যোগ নিন, কিশোর-তরুণদের বাঁচান। ’ ‘ধূমপান ও মাদক সেবন বিনোদন নয়, মৃত্যু ও ভোগান্তির কারণ’ শীর্ষক দাবীসমূহ তুলে ধরেন। তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘণের প্রতিবাদ জানিয়ে স্বাক্ষর কর্মসূচি পালন করা হয়। মানস এর প্রকল্প সমন্বয়কারী উম্মে জান্নাত কর্মসূচি পরিচালনা করেন। নার্সিং বিভাগের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা এতে বক্তব্য রাখেন এবং ধূমপান বিরোধী গান পরিবেশন করেন।
বাংলাদেশ সময়: ২০৮ ঘণ্টা, নভেম্বর ২৬,২০২৪
জিসিজি/এমএম