সাভার (ঢাকা): জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আসাম আব্দুর রব বলেছেন, বাংলাদেশের বিজয় হয় নাই। কৃষক-শ্রমিক-জনতা এরা যে বৈষম্য বিরোধী আন্দোলন শুরু করলো, চাকরির জন্য, রাষ্ট্র সংস্কারের জন্য।
বিজয় দিবস উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৭ টা ৪৫ মিনিটে জাতীয় স্মৃতিসৌধের বেদীতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
এসময় তিনি বলেন, যখন বিনা চিকিৎসায় কেউ থাকবে না, আমাদের দেশ কেউ দখল করতে আসলে ১৮ কোটি মানুষ একসাথে লড়াই করব, তবেই হবে বিজয়। আমরা কারো তাবেদারি করার জন্য মুক্তিযুদ্ধ করি নাই।
এসময় কান্নাজড়িত কন্ঠে তিনি আরও বলেন, এই লড়াই বাংলার মানুষের লড়াই। এই লড়াইয়ে আমাদের জিততে হবে। বাকিটা আপনারা করবেন, আমি করে গেলাম যতটুক পারলাম। তিনি বলেন বিজয় হয় নাই এখনও, যেদিন সবাই ভাত খেতে পারবে, যেদিন সবার কাপড় হবে, যেদিন সবার বাসস্থান হবে, কর্ম হবে, চিকিৎসা হবে, সেই দিনই হবে বিজয়। আর এই মুহূর্তে দরকার সংস্কার।
সংস্কার আগে নাকি নির্বাচন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আবু সাঈদ কি জীবন দিয়েছে নির্বাচনের জন্য? সংস্কার আগে চাই। নির্বাচন আমরা অবশ্যই চাই, তবে সংস্কার ছাড়া নির্বাচন হবে না। এদেশের মানুষ সংস্কার চায়।
তিনি বলেন, এত বছর হইছে এখনও শহীদ মুক্তিযোদ্ধা, বুদ্ধিজীবীদের তালিকা হয় নাই। এটা কিসের বিজয়! কার বিজয়! এটা স্বৈরাচারের বিজয়, ক্ষমতা হস্তান্তরের বিজয়।
এসময় উপস্থিত ছিলেন জেএসডি'র সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব, সাধারণ সম্পাদক শহীদুদ্দিন মোহাম্মদ স্বপনসহ আরও অনেকে।
বাংলাদেশ সময়: ০৮৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৪
এমইউএম/এমএম