ঢাকা, শনিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

জাতীয়

আইন-শৃংখলা বাহিনীর সহায়তায় ৭’শ যানবাহনের চলাচল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩০ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৫
আইন-শৃংখলা বাহিনীর সহায়তায় ৭’শ যানবাহনের চলাচল ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপিজোটের চলমান অবরোধ চলাকালে বৃহস্পতিবার বিজিবিসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় ৭ শতাধিক বাস-ট্রাক ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চলাচল করেছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা মো. মোহসিন রেজা বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।



মোহসিন রেজা জানান, বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে বাস, পণ্যবাহী ট্রাক ও অন্যান্য প্রায় সাত যানবাহন নিরাপদে যেতে সহায়তায় করেছে আইন-শৃংখলা বাহিনী। এরমধ্যে কক্সবাজার ও চট্টগ্রাম থেকে কুমিল্লা হয়ে ঢাকায় ৩৪৭ টি। যশোর ও সাতক্ষীরা থেকে আরিচা হয়ে ঢাকায় ২৪৯ টি।

চাপাইনবাবগঞ্জের সোনা মসজিদ এবং রাজশাহী ও বগুড়া থেকে বঙ্গবন্ধু সেতু হয়ে ১১৮ টি বাস ও ট্রাক বিভিন্ন গন্তব্যে নিরাপদে পৌঁছে দেয়া হয়েছে।

এছাড়া আইন-শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বেষ্টিত যানবাহনের বহরের সাথে দেশের বিভিন্ন স্থান থেকে আরও যানবাহন বিভিন্ন স্থানে যাতায়াত করেছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।