ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফেনীতে বোমা হামলায় ২ নির্বাহী ম্যাজিস্ট্রেট আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০২ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৫
ফেনীতে বোমা হামলায় ২ নির্বাহী ম্যাজিস্ট্রেট আহত

ফেনী : ফেনীর এসএসকে সড়কে র্দুবৃত্তদের ছোড়া বোমার আঘাতে নেজারত ডেপুটি কমিশনার (এনডিসি) আবদুল কাদের মিয়াসহ ২ নির্বাহী ম্যাজিস্ট্রেট গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৯ জানুয়ারি) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।



প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে গাড়িতে করে এনডিসি আবদুল কাদের মিয়া কর্মস্থল থেকে সার্কিট হাউজ সংলগ্ন নিজ বাসায় ফিরছিলেন। শহরের এসএসকে সড়কের উপশম জেনারেল হাসপাতালের সামনে পৌঁছলে তাদের বহনকারী গাড়ি লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এসময় তিনিসহ গাড়িতে থাকা জেলা প্রশাসনের আরেক নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদুর রহমান আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ওই হাসপাতালে ভর্তি করেন। পরে তাদের চট্টগ্রাম পাহাড়তলীর চক্ষু হাসপাতালে নেওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপশম জেনারেল হাসপাতালের চিকিৎসক রিয়াজ মাহমুদ জানান, এনডিসি আবদুল কাদেরের চোখে এবং মুখে আঘাত পেয়েছেন।

প্রধানমন্ত্রীর নিন্দা ও ব্যবস্থা নেওয়ার নির্দেশ
এনডিসি ও ম্যাজিস্ট্রেটদের ওপর হামলার এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়াও আহত দুই ম্যাজিস্ট্রেটের সকল চিকিৎসার ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, তাদের চিকিৎসার ব্যয়ভার সরকার নেবে। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আসিফ কবীর বাংলানিউজকে এ কথা জানিয়েছেন।

বাংলাদেশ সময় : ১১০১ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।