ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ৭৬ জন গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
বগুড়ায় ৭৬ জন গ্রেফতার

বগুড়া: বগুড়ায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৭৬ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১১ জানুয়ারি) সকালে জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বগুড়ার সহকারী পুলিশ সুপার (সদর) গাজিউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।



তিনি বাংলানিউজকে জানান, শনিবার (১০ জানুয়ারি) সকাল ৬টা থেকে রোববার  সকাল ৬টা পর্যন্ত জেলার ১২ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ওয়ারেন্টভূক্ত ও নিয়মিত মামলার আসামি হিসেবে মোট ৭৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।    

এর মধ্যে সদর উপজেলায় ১০, শিবগঞ্জে ৪, সোনাতলায় ৪, গাবতলীতে ৮, সারিয়াকান্দীতে ৩, ধুনটে ৬, শেরপুরে ৮, নন্দীগ্রামে ৩, আদমদীঘিতে ৬, দুপচাচিয়ায় ৪, কাহালুতে ১১, শাজাহানপুরে ৬ ও গোয়েন্দা (ডিবি) পুলিশ ৩ জনকে গ্রেফতার করে।

বাংলাদেশ সময় : ১২৩০ ঘণ্টা,  জানুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।