ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সুন্দরবনের দস্যু বাহিনী প্রধান রাঙ্গা ‘বন্দুকযুদ্ধে’ নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
সুন্দরবনের দস্যু বাহিনী প্রধান রাঙ্গা ‘বন্দুকযুদ্ধে’ নিহত ছবি: প্রতীকী

খুলনা: সুন্দরবনের বনসদ্যু বাহিনীর প্রধান আমির হোসেন রাঙ্গা (৪০) পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) ভোরে সুন্দরবন সংলগ্ন পাইকগাছা উপজেলার কুমারখালী চরে এ ঘটনা ঘটে।



খুলনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, রাঙ্গা সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলের আতঙ্ক ছিল। তার বিরদ্ধে খুন, অপহরণসহ ৫টির অধিক মামলা রয়েছে।

রোববার রাতে পাইগাছার হরিঢালী থেকে তাকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি মতে অস্ত্র উদ্ধারে গেলে সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা রাঙ্গা বাহিনীর অন্যান্য নদস্যরা পুলিশের ওপর হামলা চালায়। এসময় পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালালে রাঙ্গা নিহত হন।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি বন্দুক, বিপুল পরিমাণ গুলি ও দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৫৩১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।