ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মানিকছড়িতে নৈশ প্রহরী অপহৃত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
মানিকছড়িতে নৈশ প্রহরী অপহৃত ছবি: প্রতীকী

খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার গচ্চাবিল এলাকা থেকে নুর হোসেন (৪৫) নামে এক নৈশ প্রহরীকে অপহরণ করে নিয়ে গেছে অস্ত্রধারী কয়েক দুর্বৃত্ত।

রোববার (১১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গচ্চাবিল এলাকায় এই অপহরণের ঘটনা ঘটে।



অপহৃত নুর হোসেন লক্ষীপুর জেলার বানছানগর এলাকার মৃত আব্দুল গনির ছেলে বলে জানা গেছে। তিনি মানিকছড়ির গচ্চাবিলের জামতলায় নব নির্মিত ব্রিজের নৈশ প্রহরীর দায়িত্বে কর্মরত ছিলেন।

স্থানীয় ও নিরাপত্তা বাহিনী সূত্রে জানা যায়, রোববার রাতে নুর হোসেন মানিকছড়ির গচ্চাবিলের জামতলায় নব নির্মিত ব্রিজে পাহারা দিচ্ছিলেন। হঠাৎ রাত সাড়ে ৯টার দিকে পাঁচ/ছয়জনের একদল অস্ত্রধারী দুর্বৃত্ত এসে তাকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ঘটনার পর থেকে নুর হোসেনকে উদ্ধারের অভিযান চলছে।

বাংলাদেশসময়: ০৯৫৯ ঘণ্টা, ১২ জানুয়ারি, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।