ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সুপ্রিম কোর্টে নিরাপত্তা জোরদার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
সুপ্রিম কোর্টে নিরাপত্তা জোরদার ছবি: রেহানা - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রোববারের (১১ জানুয়ারি) ঘটনার পর সুপ্রিম কোর্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) সকাল থেকেই কোর্টের প্রবেশপথগুলোতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়।

সুপ্রিম কোর্ট এলাকায় পুলিশি নজরদারির পাশাপাশি বাড়ানো হয়েছে সাদা পোশাকধারী অন্য আইন-প্রয়োগকারী সংস্থার সদস্যদের তৎপরতাও।

সকাল থেকেই কোর্টে প্রবেশের সময় বিচারপ্রার্থী ও আইনজীবীদের তল্লাশি করা হচ্ছে। তল্লাশি করা হচ্ছে কোর্টের মূল ভবন ও এনেক্স ভবনের প্রবেশমুখেও।

নিরাপত্তা ব্যবস্থা জোরদারের বিষয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এসএম কুদ্দস জামান বাংলানিউজকে জানান, অনভিপ্রেত ঘটনা এড়াতে কোর্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

তিনি বলেন, কোর্টে প্রবেশের সময় যাদের সন্দেহজনক মনে হচ্ছে তাদের তল্লাশি করা হচ্ছে। নিরাপত্তা রক্ষায় প্রশাসনের পদক্ষেপের কোনো ঘাটতি নেই।

তবে, অন্য দিনের তুলনায় সোমবার সর্বোচ্চ আদালতে আইনজীবীদের পাশাপাশি বিচারপ্রার্থীদের উপস্থিতিও কম দেখা গেছে।

রোববার সুপ্রিম কোর্টের পৃথক দু’টি বেঞ্চের এজলাসকক্ষে তিনটি টাইম বোমা পাওয়া যায়। এ নিয়ে দিনভর উদ্বেগ-উৎকণ্ঠা ছিল দেশের সর্বোচ্চ আদালতে। সেই প্রেক্ষিতে সোমবার সকাল থেকেই নিরাপত্তায় কড়া পদক্ষেপ নিলো সংশ্লিষ্ট প্রশাসন।

বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।