ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চাষী নজরুলের মরদেহ বায়তুল মোকাররমে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
চাষী নজরুলের মরদেহ বায়তুল মোকাররমে চাষী নজরুল ইসলাম

বায়তুল মোকাররম প্রাঙ্গণ থেকে: সর্বস্তরের জানাজার জন্য বায়তুল মোকাররমে নিয়ে আসা হয়েছে নন্দিত চলচ্চিত্র নির্মাতা চাষী নজরুল ইসলামের মরদেহ।

সোমবার (১২ জানুয়ারি) সকালে কারওয়ান বাজারের এফডিসি প্রাঙ্গণে তৃতীয় জানাজার পর দুপুর ১২টা ২৭ মিনিটে তার মরদেহ বায়তুল মোকাররম প্রাঙ্গণে নিয়ে আসা হয়।



এর আগে, গুণী এই পরিচালকের মরদেহ জানাজার জন্য সকাল সাড়ে ১০টায় এফডিসিতে নিয়ে যাওয়া হলে সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এসময় উপস্থিত ছিলেন চিত্রনায়ক রাজ্জাক, ববিতা, সুচন্দা, কবরী, আলমগীর, ফারুক, চম্পাসহ অনেক।

এখানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরের উপস্থিতিতে চাষী নজরুলকে গার্ড অব অনার দেওয়া হয়। রাষ্ট্রীয়ভাবে এ শ্রদ্ধা শেষে দুপুর ১২টা ২৭ মিনিটে বায়তুল মোকাররম প্রাঙ্গণে জানাজার জন্য নিয়ে যাওয়া হয়।

চাষী নজরুলের ভাই চাষী সিরাজুল ইসলাম জানান, বায়তুল মোকাররমে নামাজে জানাজার পর তাকে মুন্সীগঞ্জের সমষপুর গ্রামে নিয়ে গিয়ে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হবে তাকে।

দীর্ঘদিন লিভার ক্যান্সারে ভোগার পর রোববার (১১ জানুয়ারি) ভোর ৬টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী ও একুশে পদকপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম (৭৩)।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।