ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ডিজিটাল উদ্ভাবনী মেলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
বগুড়ায় ডিজিটাল উদ্ভাবনী মেলা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: সরকারি রূপকল্প-২০২১ বাস্তবায়নে বগুড়ায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে উ‍ৎসাহিত করতে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে।

মেলার শেষ দিন মঙ্গলবার (১৩ জানুয়ারি) বগুড়ার আমিনুল ইসলাম দুলাল মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক মো. শফিকুর রেজা বিশ্বাস।

এ সময় তিনি উদ্ভাবনী মেলায় বিভিন্ন উদ্ভাবনের জন্য বিশেষ পুরস্কার তুলে দেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের উদ্দ্যোগে এ মেলার আয়োজন করা হয়।
 
সেরা ইনোভেশনের পুরস্কার পেয়েছেন আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন, সেরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  হয়েছেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, সেরা সহকারী কমিশনার ডেপুটি নেজারত কালেক্টর (এনডিসি) প্রত্যয় হাসান, সেরা সরকারী কর্মকর্তা হয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিইও) আব্দুস সালাম, সেরা জনপ্রতিনিধি জেলার কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বেলাল উদ্দিন তালুকদার, সেরা ইউনিয়ন পরিষদ সচিব জেলার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়ন পরিষদ সচিব মোস্তাফিজুর রহমান, সেরা সহকারী প্রোগ্রামার জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী প্রোগ্রামার মো. মোহায়মেনু,  ডিজিটাল সেন্টার উদ্যোক্তা জেলার শিবগঞ্জ উপজেলার পিরব ইউসিসি সেন্টারের জাহাঙ্গীর হোসেন, সেরা ইউনিয়ন ডিজিটাল সেন্টার জেলার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউসিসি, সেরা ডিজিটাল সেন্টার জেলার শেরপুর উপজেলা ডিজিটাল সেন্টার, সেরা মাল্টিমিডিয়া ক্লাসরুম (প্রাথমিক) দুপচাচিয়া উপজেলার বিয়াম ল্যাবরেটরি স্কুল, সেরা মাল্টিমিডিয়া ক্লাসরুম (মাধ্যমিক বিদ্যালয়) শাজাহানপুর উপজেলার চাচাইতারা মাদলা যুক্ত উচ্চ বিদ্যালয় ও সেরা মাল্টিমিডিয়া ক্লাসরুম (মাদ্রাসা) পুরস্কার পেয়েছে সদরের ঠনঠনিয়া নুরুল আলা ফাজিল মাদ্রাসা।

সমাপনী অনুষ্ঠানে বগুড়ার পুলিশ সুপার মোজাম্মেল হক পিপিএম, বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খোরশেদ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুফিয়া নাজিম, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মমতাজ উদ্দিন, জেলার সিনিয়র তথ্য অফিসার মজিবর রহমান, ডেপুটি নেজারত কালেক্টর (এনডিসি) প্রত্যয় হাসানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
 
রোববার (১১ জানুয়ারি) বিকেল সোয়া ৪ টার দিকে বগুড়া জিলা স্কুল মাঠে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক মো. শফিকুর রেজা বিশ্বাস।

মেলায় জেলার বিভিন্ন ক্লাব, স্কুল-কলেজ এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ ৪৫ টি বেশি স্টল অংশ নেয়।
 
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।