ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

প্রধান বিচারপতি এস কে সিনহার শপথ শনিবার

স্পেশাল ও সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
প্রধান বিচারপতি এস কে সিনহার শপথ শনিবার সুরেন্দ্র কুমার সিনহা

ঢাকা: দেশের ২১তম প্রধান বিচারপতি হিসেবে আগামী শনিবার (১৭ জানুয়ারি) শপথ নেবেন বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা)। বঙ্গভবনে বেলা এগারটায় তাকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।



বাংলানিউজকে এসব তথ্য জানিয়েছেন রেজিস্ট্রার এস এম কুদ্দুস জামান।

সোমবার (১২ জানুয়ারি) প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এস কে সিনহা। তিনি বিচারপতি মোজাম্মেল হোসেনের স্থলাভিষিক্ত হবেন।

এস কে সিনহাকে নিয়োগ দিয়ে জারি করা আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ নিয়োগ আগামী ১৭ জানুয়ারি থেকে কার্যকর হবে।

আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের দায়িত্বপ্রাপ্ত সচিব আবু সালেহ মোঃ জহিরুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদ এর ক্ষমতাবলে রাষ্ট্রপতি এ নিয়োগ দিয়েছেন।

বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জের আলীনগর ইউনিয়নের তিলকপুর গ্রামে। তার বাবা প্রয়াত ললিত মোহন সিনহা ও মা ধনবতী সিনহা।

বিচারপতি এস কে সিনহা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি পাস করার পর ১৯৭৪ সালে সিলেট জেলা জজ আদালতে অ্যাডভোকেট হিসেবে কাজ শুরু করেন। এরপর ১৯৭৮ সালে হাইকোর্টে এবং ১৯৯০ সালে আপিল বিভাগে আইনজীবী পেশায় আত্মনিয়োগ করেন। ১৯৯৯ সালের ২৪ অক্টোবর তিনি হাইকোর্ট বিভাগের বিচারক হিসেবে নিয়োগ পান। ২০০৯ সালের ১৬ আগস্ট তাকে আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়।

বিচারপতি এস কে সিনহা বর্তমানে জুডিসিয়াল সার্ভিস কমিশনেরও চেয়ারম্যান।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।