ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নলছিটি থানার ওসির প্রত্যাহার দাবি মুক্তিযোদ্ধাদের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
নলছিটি থানার ওসির প্রত্যাহার দাবি মুক্তিযোদ্ধাদের

ঝালকাঠি: ঝালকাঠির নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়েরকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধারা।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে পেট্রল বোমা নিক্ষেপের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ এনে মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত এক সমাবেশে মুক্তিযোদ্ধারা এ দাবি জানান।



এর আগে মুক্তিযোদ্ধা ভবনে হামলার প্রতিবাদে মুক্তিযোদ্ধারা তাদের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে উপজেলা কমান্ডার সেকেন্দার আলী মিয়ার  সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এম এ বায়েজিদ, ডেপুটি কমান্ডার দুলাল সাহা, নলছিটি মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার তাজুল ইসলাম চৌধুরী ও সহকারী কমান্ডার আবদুল হাকিম মোল্লা

বক্তারা অভিযোগ করেন, ১০ জানুয়ারি রাতে মুক্তিযোদ্ধা সংসদ ভবনে পেট্রল বোমা নিক্ষেপ করে। এতে ভেতরে প্রবেশের দরজায় আগুন লেগে ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু নলছিটি থানার ওসি আবুল খায়ের ঘটনাস্থলে আসেন পরদিন বিকেলে। ঘটনাটি মিডিয়ায় প্রকাশেও সাংবাদিকদের তিনি নিরুৎসাহিত করেন।

এ বিষয়ে যোগাযোগ করা হলে নলছিটি থানার ওসি আবুল খায়ের তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।