ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বেনাপোলে গৃহবধূ হত্যা, স্বামী ও শশুর-শাশুড়ি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
বেনাপোলে গৃহবধূ হত্যা, স্বামী ও শশুর-শাশুড়ি আটক

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল পোর্ট থানার বুজতলা গ্রামে রেশমা (১৯) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী ও শশুর-শাশুড়িকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৫টায় পুলিশ গৃহবধূর মৃতদেহ উদ্ধার এবং এতে জড়িত সন্দেহে স্বামী সাগর (২২), শাশুড়ি কবিতা ও শশুর আনিসুর রহমানকে আটক করে।



নিহত গৃহবধূ রেশমা সাতক্ষীরার আলীপুর তালবাড়ি গ্রামের ইমাদুল ইসলামের মেয়ে।

রেশমার বাবা ইমাদুল ইসলাম বাংলানিউজকে জানান, দেড় বছর আগে তার মেয়ের বিয়ে হয়। এর পর থেকে জামাই বিভিন্ন সময় যৌতুকের চাপে তাকে মারধর করতো। ইতোমধ্যে এক লাখ টাকা জামাইকে দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকালে রেশমাকে শ্বশুরবাড়ির লোকজন পিটিয়ে হত্যা করে গলায় ফাঁস দিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখে। পরে তাদের জানায় রেশমা আত্মহত্যা করেছে।

তিনি আরো জানান, তারা এসে রেশমার শরীরে আঘাতের চিহ্ন দেখতে পেয়ে পুলিশে অভিযোগ করেন। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার ও স্বামী ও শ্বশুর-শাশুড়িকে আটক করে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে জানান, মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মেয়েটির পরিবারের অভিযোগ পেয়ে মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।